রাশিয়ার অর্থনীতিতে ধস নামাতে এবার এক জোট হচ্ছেন পশ্চিমারা। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ার দিয়ে বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটন শক্ত পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে যারা মস্কো থেকে তেল কিনছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপিয়ান মিত্রকে আহ্বান জানাচ্ছি। খবর আলজাজিরারোববার (৭ সেপ্টেম্বর) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এখন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফলে দেখার বিষয় এই যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী টিকবে নাকি রাশিয়ার অর্থনীতি টিকবে।বেসেন্ট বলেন, যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের ওপর আরও অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং দ্বিতীয় শুল্ক আরোপ করা হলে মস্কোর অর্থনীতি ভেঙে পড়বে। এভাবেই পুতিনকে আলোচনার টেবিলে আনা যাবে। তিনি বলেন, আমরা রাশিয়ার ওপর চাপ প্রয়োগের প্রস্তুতি নিয়েছি। তবে এটি আমাদের ইউরোপিয়ান মিত্রদের অনুসরণ করতে হবে।রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে...