বাংলাদেশি বিনোদন জগতের তরুণ প্রজন্মের অন্যতম আইকন নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা, নাচ কিংবা গান-সব ক্ষেত্রেই তিনি রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ। আজ তার জন্মদিন। প্রতি বছর এই দিনে ভক্তরা নতুন করে আবিষ্কার করেন তার বহুমাত্রিক প্রতিভাকে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে চট্টগ্রামে জন্ম নেওয়া নুসরাত ফারিয়ার শৈশব কেটেছে স্বপ্ন আর উচ্ছ্বাসে। ছোটবেলা থেকেই তিনি নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলেন সক্রিয়। পড়াশোনার পাশাপাশি অংশ নিয়েছেন বিতর্ক প্রতিযোগিতায়ও। এখান থেকেই আত্মবিশ্বাস আর উপস্থাপনার দক্ষতা গড়ে ওঠে। ক্যারিয়ারের শুরুর দিকে নুসরাত ফারিয়া উপস্থাপক হিসেবে আলোচনায় আসেন। তার সাবলীল উপস্থাপনা এবং প্রাণবন্ত ভঙ্গিমা দর্শকের মন জয় করে নেয় দ্রুতই। তবে শুধু উপস্থাপনা নয়, অভিনয়ের প্রতিও ছিল প্রবল ঝোঁক। সেই ঝোঁকই তাকে টেনে আনে সিনেমার জগতে। বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন নুসরাত ফারিয়া। তার অভিনীত...