নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে কোম্পানির স্পন্সর-পরিচালকদের হাতে রয়েছে মাত্র ২৫.৮১ শতাংশ শেয়ার, যেখানে আইন অনুযায়ী ন্যূনতম ৩০ শতাংশ ধরে রাখার বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের ২০১৯ সালের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোম্পানির মালিকেরা কোনো শেয়ার বিক্রি, হস্তান্তর বা জামানত হিসেবে ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে তারা নতুন কোনো তহবিল সংগ্রহেও সীমাবদ্ধ থাকবেন। বিএসইসি জানিয়েছে, তিন মাসের মধ্যে যদি কোম্পানি শেয়ার ধারণের শর্ত পূরণ করতে না পারে, তবে অলিম্পিক এক্সেসরিজকে একটি আলাদা ট্রেডিং প্ল্যাটফর্মে স্থানান্তর করা হবে। পাশাপাশি, যেসব প্রতিষ্ঠান কোম্পানির কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ করবে, তাদের মধ্য থেকে একজন পরিচালককে বোর্ডে অন্তর্ভুক্ত করার বিধান কার্যকর হতে পারে। এছাড়া,...