০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলের চারটি স্লিপারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. আকাশ হোসেন (২১) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের ভূঁইয়া বাড়ির ইয়ার হোসেনের ছেলে। আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম রবিবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে বাইপাস এলাকার ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় স্টিলের চারটি স্লিপারসহ আকাশকে আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। ছাগল-কাণ্ডের মতিউরকে গোপন বৈঠকের সুযোগ, ১১ পুলিশ সদস্য বরখাস্ত হত্যাকারীদের মৃত্যুদণ্ডে চাইলেন জুলাই শহীদ আনাসের মা ভোটের...