নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণের মাধ্যমে মুনাফা বাড়ানোর পরিকল্পনা করেছে। মাত্র ৮০ লাখ টাকা বিনিয়োগে দুটি জ্বালানি-সাশ্রয়ী প্রকল্প চালুর অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর মাধ্যমে বছরে প্রায় ৯৫ লাখ টাকার বেশি অতিরিক্ত মুনাফা অর্জনের আশা করছে প্রতিষ্ঠানটি। শনিবার (০৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, কোম্পানি নিজস্ব তহবিল থেকে একটি হট ওয়াটার জেনারেশন সিস্টেম মেশিন এবং একটি ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট গ্যাস বয়লার (ইজিবি) স্থাপন করবে। এই দুটি প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান গ্যাস জেনারেটরের বর্জ্য তাপ কাজে লাগানো সম্ভব হবে। এতে গ্যাসের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যখন গ্যাসের দাম বাড়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে, তখন এই বিনিয়োগ হাক্কানী পাল্পের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে। কোম্পানির কর্মকর্তাদের হিসাব অনুযায়ী,...