ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামান্না খানম বলেন, আমি একজন অনাবাসিক শিক্ষার্থী। যারা নির্বাচনে প্রার্থিতা করছেন, তাদের খুব বেশি চেনাজানা নেই। তাদের জানার, বোঝার চেষ্টা করছি। যাদের যোগ্য মনে হবে, যাদের কাজের স্প্রিট ভালো এবং অতীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে, তাদেরই বেছে নেব।রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, প্রতিটি পদে কাকে ভোট দেব সেটা লিস্ট করছি। প্রার্থীর কী কাজ আছে, ইশতেহারে কী আছে, অতীতে কী করেছে—সবকিছু দেখেই চূড়ান্ত করছি। এখনো সব পদে চূড়ান্ত করতে পারিনি। আমি মনে করি কোনো প্যানেল দেখে ভোট দেওয়া উচিত নয়। প্রতিটি প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ না কেউ যোগ্য আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক গণমাধ্যমকে বলেন, একটি জরিপে শিক্ষার্থীদের কোনো অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কোনো অংশকে হয়নি। এর যুক্তি...