বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সঙ্গে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘বিল্ডিং ইয়ুথ এমপ্লয়েবিলিটি থ্রু স্কিলস (বাইটস)’ প্রকল্প একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশের বিভিন্নধর্মী পাট খাতে দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার জন্য এ সমঝোতা স্বাক্ষরিত হয়। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্প খাতের চ্যালেঞ্জ তুলে ধরে বিজেএমএর পরিচালক মো. হাসেন আলী বলেন, পাটশিল্পে দক্ষ কর্মীর অভাব প্রকট। আমার রাজশাহীর মিলেও প্রশিক্ষিত শ্রমিকের অভাবে সমস্যায় পড়তে হয়। এ ধরনের উদ্যোগ তাই শিল্পের টিকে থাকা এবং অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি অনুসারে বাইটস প্রকল্প একটি প্রশিক্ষণ চাহিদা মূল্যায়ন পরিচালনা করবে, চাহিদা মূল্যায়নের ওপর ভিত্তি করে প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করবে এবং ‘ট্রেইনিং অব ট্রেইনারস’ (টিওটি) আয়োজনের মাধ্যমে বিজেএমএর জন্য একটি মাস্টার ট্রেইনার দল গঠন করবে। এই মাস্টার ট্রেইনাররা পরবর্তী সময়ে অন্তত ১০০...