জাতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব। গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক লিখিত জবানবন্দিতে বদরুদ্দীন উমর একথা বলেন। গতকাল রোববার ৯৪ বছর বয়সে মারা যান এই বুদ্ধিজীবী। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে লিখিত জবানবন্দীতে বদরুদ্দীন উমর শঙ্কা জানিয়েছিলেন, ভারতের সহায়তায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে আওয়ামী লীগ। অভ্যুত্থানের পর দলটি শুধু ক্ষমতা থেকে নয়, জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত। চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে পদচ্যুত শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। পরে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর অন্যতম সাক্ষী গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। তদন্ত কর্মকর্তাকে লিখিতভাবে বর্ষীয়ান এই বুদ্ধিজীবী বলেন, ভারত শেখ হাসিনাকে যতদিন রাখবে, ততদিন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে না। ১৯৯৬-এ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে...