পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বনবিভাগ। আজ রোববার ০৭ সেপ্টেম্বর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেঁকীর মুক্তবাঙাল খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তিনটি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা এলাকার মৃত নওশেদ গাজীর ছেলে নওয়াব আলী গাজী (৫০) ও খুলনার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে কয়েকজন নৌকা ফেলে বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় তিনটি নৌকাসহ আটক হন দুজন। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে...