আসন্ন ডাকসু নির্বাচনে আবাসিক হলভিত্তিক ভোটের হিসাবে ছাত্রদের হলগুলোর মধ্যে সবার ওপরে জগন্নাথ হল। হলটিতে মোট ভোটার দুই হাজার ২২৫ জন। এর চেয়ে বেশি ভোটার আর কোনো ছাত্রদের আবাসিক হলে নেই। ফলে ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জগন্নাথ হলের ভোট। প্রচার-প্রচারণার শেষদিনে চলছে ভোটের হিসাব-নিকাশ। তবে জগন্নাথ হলের ভোটের সমীকরণ করতে দ্বিধাদ্বন্দ্বে অধিকাংশ প্রার্থী। বিশেষ করে প্রচারণায় এগিয়ে থাকা ছাত্রদল ও ছাত্রশিবিরের ভিপি-জিএস-এজিএস প্রার্থীরা জগন্নাথ হল নিয়ে স্পষ্ট বার্তা পাচ্ছেন না। ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন, জগন্নাথ হলে সনাতনী শিক্ষার্থীরা থাকেন। তাদের ভোট ছাত্রশিবিরের প্যানেলে যাওয়ার সুযোগই নেই। ছাত্রদল ‘কিছু ভোট’ পেলেও খুব বেশি ভোট টানতে পারবে না। ভিপি পদে জগন্নাথ হলের দুজন প্রার্থী থাকলেও তারা তেমন আলোচনায় নেই। তাদের ভোট দেওয়াটা ‘গুরুত্বপূর্ণ’ নয় বলেও মতামত দিচ্ছেন অনেকে। এমন বাস্তবতায় জটিল হয়ে...