তৃতীয় স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। সেই মরদেহ খুঁজে পেলেন তার দ্বিতীয় স্ত্রী। তিনিই আবার তৃতীয় স্ত্রীর বোন। ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রদেশের আন্নপুর জেলার সাকারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম ভায়াল রাজক, বয়স ৬০ বছর। তিনবার বিয়ে করেছেন রাজক। প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর গুড্ডি বাই নামে এক নারীকে বিয়ে করেন তিনি। কিন্তু সন্তান না হওয়ায়, তাকে তালাক দেন রাজক। বিয়ে করেন গুড্ডির বোন মুন্নিকে। সেখানে দুই সন্তান রয়েছে তাদের। তবে মুন্নি স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া সম্পর্কে আবদ্ধ ছিলেন। পুলিশ জানিয়েছে, লালু নামে ওই ব্যবসায়ীর সঙ্গে মিলেই রাজককে হত্যার পরিকল্পনা করেন মুন্নি। এরপর ধিরাজ কোল নামে এক শ্রমিককে দিয়ে খুনের কাজটি...