মোহাম্মদ নওয়াজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের দিনে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় আফগানরা। শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। ষষ্ঠ ওভারে সেদিকুল্লাহ আতালকে (১৩) আউট করেন আবরার আহমেদ। এরপরই নওয়াজের দাপট। এক ওভারেই পরপর দুই বলে দরবিশ রাসুলি ও আজমাতুল্লাহ ওমরজাইকে বিদায় করে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে যান তিনি। পরের ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) স্টাম্প করিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। একই ওভারে শূন্য রানে সাজঘরে ফেরান করিম জানাতকেও। আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩২-৫। ১০.৪ ওভারে আবরার আহমেদ আউট করেন...