স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ আবারও প্রমাণ করলেন টেনিস বিশ্বে তিনিই সেরা। রবিবার নিউ ইয়র্কে ইউএস ওপেন ফাইনালে তিনি ইতালির ইয়ানিক সিনারকে ৩-১ সেটে (৬-২, ৩-৬, ৬-১, ৬-৪) হারিয়ে দ্বিতীয়বারের মতো এই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন। ২০২২ সালের পর এটাই তার দ্বিতীয় ইউএস ওপেন জয়।এ জয় আলকারাজের জন্য একাধিক অর্জনের পথ খুলে দিল। ফাইনাল জেতার মাধ্যমে তিনি শুধু ট্রফিই জেতেননি, বরং সিনারকে পেছনে ফেলে নতুন করে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছেন। ক্যারিয়ারের অল্প বয়সেই তিনি এখন পর্যন্ত দুটি গ্র্যান্ড স্ল্যাম (ইউএস ওপেন ও রোলাঁ গারো) জিতেছেন, পাশাপাশি এ বছরের উইম্বলডনের ফাইনালেও খেলেছেন। সবমিলিয়ে তার এটি ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়। বিওর্ন বোর্গের পর সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়লেন তিনি। অন্যদিকে সিনারও সমানভাবে দুর্দান্ত ফর্মে ছিলেন পুরো মৌসুমে। তিনি অস্ট্রেলিয়ান ওপেন ও...