০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ এএম তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড পঞ্চম সর্বোচ্চ ৪১৪ রান করে ইংল্যান্ড। বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিরোধই গড়তে পারেনি প্রোটিয়ারা। জফরা আর্চারের তাণ্ডবে টিকতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। রানের খাতা খোলার আগেই এইডেন মারক্রামকে শিকার করে শুরুটা করেন আর্চার। তারপর ভিয়ান মাল্ডারকে শিকার করেন ব্রাইডন কার্স। মাল্ডারও রানের খাতা খুলতে পারেননি। ২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নিজের দ্বিতীয় ওভারেও আঘাত হানেন আর্চার। এবার তিনি শিকার করেন রায়ান রিকেলটনকে। পরের ওভারেই তুলে নেন আরেকটি উইকেট। এবার আর্চারের শিকারে পরিণত হন ম্যাথু ব্রিটজকে। ক্যারিয়ারের প্রথম...