গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজশাহী গণপূর্ত সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) খন্দকার মো. আহসানুল হককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয় থেকে ৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রণালয় কয়েক দফা তদন্ত ও শুনানি পরিচালনা করে। তদন্ত প্রতিবেদন ও উত্তর/ব্যাখ্যা পর্যালোচনায় দায়িত্বে অবহেলা, কর্মসম্পাদনে অনিয়মসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে—এ কথা প্রজ্ঞাপনে উল্লেখ আছে। বিষয়টি বিবেচনায় এনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩) ও ৪(খ) অনুযায়ী তাকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেওয়া হলো। অবসর-সংক্রান্ত প্রাপ্যতা/ভাতা বিদ্যমান বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে—প্রজ্ঞাপনে এ-ও বলা আছে। প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর সংশ্লিষ্ট শাখা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সরকারি কর্মচারী হাসপাতাল/দপ্তর, এবং রাজশাহী গণপূর্ত সার্কেলের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা...