প্রায় পঁচিশ বছর আগে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন ‘ডেভেলপমেন্ট এজ ফ্রিডম’ শিরোনামে কালজয়ী একটা বই লিখেছিলেন। বইয়ে তিনি বলেছেন, ‘স্বাধীনতার প্রসারণ একদিকে উন্নয়নের প্রাথমিক উদ্দেশ্য এবং অন্যদিকে উন্নয়নের প্রধান উপায়। উন্নয়ন করতে হলে, বিভিন্ন রকমের অস্বাধীনতা (আনফ্রিডম) দূর করতে হবে। মানুষের যুক্তিযুক্ত আচরণের পথ প্রশস্ত করে ব্যাপক আনফ্রিডম দূরীকরণ হচ্ছে, উন্নয়নের গঠনগত রূপ।’ দুই. প্রায় পঁচিশ বছর পর, স্বাধীনতা এবং উন্নয়ন আলোচনায় আলোকপাত করলেন, তারই সুযোগ্য ছাত্র, আলসটার ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এস আর ওসমানী। গুরুর পথ ধরে স্বাধীনতার বিভিন্ন মাত্রিকতা এবং উন্নয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে, গুরুগম্ভীর আলোচনার সূত্রপাত করলেন তিনি। মনে রাখা দরকার যে, স্বাধীনতার কিছু বিষয় রাজনৈতিক মুক্তির কথা বলে। আর অন্য সব আর্থসামাজিক প্রকৃতির। রাজনৈতিক মুক্তির পর্যালোচনার কথা যদি বলি, ফরাসি বিপ্লবকালের বিখ্যাত রাজনৈতিক চিন্তক বেঞ্জামিন কনসটেনট...