রপ্তানি পণ্য সীমিত হওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এর জন্য ব্যবসায়ীদের পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাণিজ্যিক গন্তব্য খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রবিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাণিজ্যবিষয়ক দর-কষাকষিতে জাতীয় সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘দর-কষাকষির (ট্রেড নেগোসিয়েশন) জন্য নানা বাধা মোকাবিলা করতে হয়। নন ট্রেড নেগোসিয়েশনে আরও বেশি বাধা আসে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। বিশ্বাস করি সেটি করতে পেরেছি।’ শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমাদের...