বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবাব (৫ সেপ্টেম্বর) রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেই সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। গেস্ট অব অনার সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মিজানুর রহমান, শাহীন পাটোয়ারি, আব্দুল লতিফ...