ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জোরদার করেছেন প্রার্থীরা। সেই প্রচারণার ফাঁকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকির জন্য বিশেষ চমক হিসেবে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।রোববার (০৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি একজন প্রতিভাবান ক্রিকেটার এবং ভালো মানুষ। আমি আশা করি ৯ সেপ্টেম্বর আপনি সফল হবেন। সবাই আপনার পাশে আছে। আমার দোয়া আপনার সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’তকি এইবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা লিগে খেলা এবং জাতীয় স্পিন ক্যাম্পে অংশ নেওয়া একজন ক্রিকেটার তকি ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন।নির্বাচনকে কেন্দ্র করে তকি ইতোমধ্যেই...