পণ্যের প্রচারণার এক শক্তিশালী কৌশল হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপ। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ইতিহাস নতুন নয়, কেবল আধুনিক যুগের উদ্ভাবন নয়, বরং এর শেকড় মানবসভ্যতার গভীরে প্রোথিত। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব একজন বিখ্যাত বা প্রভাবশালী ব্যক্তির অনুমোদন যখন কোনো পণ্য বা সেবাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে, তখন সেই প্রক্রিয়াটিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপ বলি। এর বিবর্তন ঘটেছে সমাজের পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি এবং মিডিয়ার প্রসারের সঙ্গে সঙ্গে। প্রাচীন যুগে যখন কোনো রাজা বা সম্রাট কোনো বিশেষ জিনিস ব্যবহার করতেন, তখন সাধারণ মানুষ সেটাকে সেরা বলে মানত। মিসরের ফারাওদের ব্যবহৃত প্রসাধনী, ভারতের সম্রাটদের প্রিয় বস্ত্র বা মুঘল আমলের নির্দিষ্ট খাবার এসবই জনগণের কাছে বিশেষ মর্যাদা পেত। আবার মন্দিরে দেবতার নামে দেওয়া প্রসাদকেও মানুষ আস্থার প্রতীক হিসেবে নিত। এগুলো ছিল এক ধরনের প্রাচীন...