এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বলেছেন, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সব পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলা হয়ে। ধর্মীয় সহিংসতা রোধে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তিনি আরও বলেন, পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট-পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে পুলিশের প্রতি মানুষের অনেক ক্ষোভ ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ সাধারণ মানুষের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এতে পুলিশ মানসিকভাবে ব্যাকফুটে চলে যায়। সেই সুযোগে...