চার বছর আগে যে বিলের পানিতে গোসল করলে সব রোগ ভালো হতো এই আশায় দেশের বিভিন্ন স্থন থেকে মানুষ ভিড় করত। উপজেলা প্রশাসনকে ১৪৪ ধারা জারি করেও সে সময় হিমশিম খেতে দেখা গেছে। এখন সেই চেচুয়া বিলের এক কূল থেকে আরেক কূলে শাপলা ফুলের সৌন্দর্যে সেজেছে নতুন সাজে। দূরদূরান্ত থেকে দর্শনাথীরা হাজির হচ্ছেন। সকাল থেকেই চেচুয়া বিলে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ময়মনসিংহ শহর থেকে ২৪ কিলোমিটার দূরে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে বিশাল চেচুয়া বিল। যার মধ্যে ৫০ একর জমি শাপলা বিল নামে পরিচিতি পেয়েছে। এ বিলে লাল, সাদা, হলুদ, বেগুনি রঙের লাখো শাপলা দেখতে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানুষের ঢল নামে। এ বিলকে ঘিরে অঘোষিত পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। বিলে ঘুরে বেড়াতে স্থানীয়রা অনেক রকমের নৌকা তৈরি করেছেন।...