বিজ্ঞাপনের জগতে ‘সারোগেট ব্র্যান্ডিং’ নামের একটি কৌশল বহুল প্রচলিত। অ্যালকোহলযুক্ত পানীয় বা বাজির ওয়েবসাইট এই কৌশলটা বেশি অবলম্বন করে, এর মাধ্যমে মূল পণ্যের প্রচার না করে একই নামের বৈধ কোনো পণ্য বা সেবার প্রচার করা হয়। তাতে আইনের লঙ্ঘনও হয় না আবার ভোক্তার কাছে বার্তাটাও পৌঁছে যায়। এশিয়া কাপ যেন ভারত-পাকিস্তান দ্বৈরথেরই ‘সারোগেট সিরিজ’, শিখন্ডির মতো ‘এ’ গ্রুপে ওমান এবং আরব আমিরাত আরও দুটো দল আছে বটে তবে শক্তিমত্তার এতই ফারাক যে বিশাল বড় কোনো বিপর্যয় না হলে দুই বৈরী প্রতিবেশীই উঠবে সুপার ফোর পর্বে। সেখানে ফের দেখা হবে তাদের, এরপর যদি ফাইনালেও দেখা হয় যায় তাহলে বৃহস্পতি তুঙ্গে। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে, ১৫ এপ্রিল সুপার এইটে ব্রিজটাউনের ম্যাচে অনেকেই ভেবেছিলেন ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। বি গ্রুপ থেকে ভারত আর ডি...