বদরুদ্দীন উমর : (জন্ম-২০ ডিসেম্বর ১৯৩১ ও মৃত্যু-৭ সেপ্টেম্বর ২০২৫) লেখক-গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, বামপন্থি রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গত প্রায় এক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। এই সময়ে তাকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছোট মেয়ে সারা আকতারই বদরুদ্দীন উমরের দেখাশোনা করতেন এবং বড় মেয়ে লন্ডনে থাকেন। আজ তার দেশে ফেরার কথা। বদরুদ্দীন উমরের ছেলে সোহেল আব্দুল্লাহ জানান,...