রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সমর্থিত ও বিকালে রাকসু কার্যালয়ের সামনে ছাত্রশিবির সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার শুরুর দিকে প্রার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তবে দুপুরের পর শাখা ছাত্রদল, শিবিরসহ বেশ কয়েকটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও দুপুরের পর থেকে মনোনয়ন জমা দেয়। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় থাকলেও প্রার্থীদের আরও সময় দেবে বলে জানায় নির্বাচন কমিশন। তবে, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কতজন জমা দিয়েছেন সে বিষয়ে তথ্য দিতে পারেনি কমিশন। ছাত্রদল সমর্থিত প্যানেল : শাখা ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ছাত্রদল তাদের প্যানেলের কোনো নাম দেয়নি।...