চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসাশিক্ষার্থী এবং জশনে জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ধাওয়া-পালটাধাওয়া এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুপক্ষের দেড়শতাধিক আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় ১৪৪। পালটাপালটি অভিযোগ এনে দুপক্ষ সংঘর্ষে জাড়ায়। হাটহাজারী মাদ্রাসাশিক্ষার্থীদের অভিযোগ, ‘জুলুসে অংশগ্রহণকারীরা তাদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন ভঙ্গি করেছে।’ আর জুলুসে অংশগ্রহণকারী সুন্নি আকিদার অনুসারীদের অভিযোগ, ‘কওমি মাদ্রাসা থেকে তাদের লক্ষ্য করে গরম পানি ছুড়ে মারা হয়েছে।’ জানা যায়, সুন্নি আকিদার অনুসারীরা বিভিন্ন উপজেলা থেকে গাড়িবহর নিয়ে জশনে জুলুসে যোগ দিতে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে থাকা এক যুবক হাটহাজারী দারুল উলুম নিয়ে আপত্তিকর কটূক্তি ও ‘অঙ্গভঙ্গি’ করে...