মামলায় আসামি সাড়ে ৩ হাজার ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৬ গোয়ালন্দে ইমাম মাহাদী দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পেছনে কারা উসকানি দিয়েছে এনিয়ে তদন্ত চলছে। সেদিন কারা মুখোশ পরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে, লাশ পুড়িয়ে উল্লাসের পেছনে কারা উসকানি দিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক তদন্তে উসকানি ও হামলার পেছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এঘটনায় ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে এসআই সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে ৩ হাজার জনকে আসামি করে থানায় মামলা করেছেন। যদিও রোববার পর্যন্ত নুরাল পাগলা কিংবা তার নিহত ভক্ত...