ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম হককে (নোমানী হুজুর) ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশার চরনোয়াবাদে নিহত আমিনুল ইসলাম জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা শাখার সহসভাপতি ও ভোলা আলিয়া মাদ্রাসার সানি মুহাদ্দিস (সহযোগী অধ্যাপক) ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক। এ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এছাড়া আজ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন আমিনুল ইসলাম। সেখানে আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।...