নির্বাচনে নিরাপত্তা দেওয়া আমাদের ঐতিহাসিক পরীক্ষা -আইজিপি রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি না করে পুলিশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের বিশেষ সুবিধা নেবেন না। নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না। মনে রাখবেন-পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। রাজারবাগ পুলিশ লাইনে রোববার আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশের সব কাজ জনস্বার্থে ও আইন দ্বারা পরিচালিত হবে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার বলছি, এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। অতএব, এখন যার কাছে যে তেল আছে রিজার্ভ করে রাখবেন। পরে...