ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রেস কার্ড ইস্যু করেছে কর্তৃপক্ষ। তবে এসব কার্ডে বহু সাংবাদিকের নাম ও পদবি ভুলভাবে লেখা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। আর এ বিষয় নিয়ে সাংবাদিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ইস্যুকৃত প্রেস কার্ডে দেখা গেছে, জিটিভির স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান। তার পদবি লেখা হয়েছে ‘স্টফ রির্পোটার’। কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার রাহাতুল আলম। তার পদবি লেখা হয়েছে ‘স্টফ রির্পোটার’।ডেইলি সানের স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিনের নাম প্রেস কার্ডে লেখা হয়েছে ‘শেখ নাসির উদ্দির’। তার পদবি Staff Correspondent-এর Staff শব্দে ‘a’ অক্ষরটি বাদ পড়েছে। একইভাবে, এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামানের...