ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা এত দিন ছিল শ্রীলঙ্কার দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে থিরুভানন্তপুরমে ভারত তাদের ৩১৭ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটিই এবার দক্ষিণ আফ্রিকা ভেঙে দিয়েছে—তবে জয় পেয়ে নয়, বরং ভরাডুবির মধ্য দিয়ে।সাউদাম্পটনের এজিয়াস বোলে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩৪২ রানে হেরেছে প্রোটিয়ারা। এতে শুধু ম্যাচ হারেনি, বরং ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার মালিকানা শ্রীলঙ্কার কাছ থেকে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে তারা।প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৪১৪ রান, জ্যাকব বেথেলের সেঞ্চুরি (১১০) আর ফিল সল্টের ঝোড়ো ৭৮ রানে গড়ে ওঠে এই পাহাড়। জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। জোফ্রা আর্চারের আগুনঝরা বোলিং (৪/১৮) আর রিস টপলির নিয়ন্ত্রিত স্পেলে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।ওয়ানডেতে সর্বোচ্চ ব্যবধানে হার (রানে)৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে...