আগের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারল না জার্মানি। বিরতির পর তুলনামূলক ভালো খেলল তারা। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যাওয়ার পর ফ্রি-কিকে দুর্দান্ত একটি গোল করলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। নর্দান আয়ারল্যান্ডকে হারাল ইউলিয়ান নাগেলসমানের দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে রোববার রাতে ৩-১ গোলে জিতেছে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল দলটি। সের্গে জিনাব্রি শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান ইসাক প্রাইস। নাদিম আমিরি স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান ভিয়েৎস। স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরুর পর প্রথম জয়ের দেখা পেল জার্মানি। গোটা ম্যাচে প্রায় ৮০ শতাংশ পজেশন রাখা জার্মানি প্রথমার্ধে লক্ষ্যে শট রাখতে পারে মাত্র একটি। পরের ধাপে উন্নতি হয় তাদের, সব...