নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার মতো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে রাজনীতিবিদসহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি। নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম এ মাসে শেষ হতে পারে বলে জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করেছে ইসি। ওই সীমানা নির্ধারণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েক জেলায় আন্দোলন হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আন্দোলন কারা করছে, কেন করছে, তারা কী বলতে চাচ্ছে আমরা সেটা এখনো জানি না, আমাদের নলেজে...