কোচ দিয়েছিলেন আরও ভালো খেলার চ্যালেঞ্জ, তাড়না ছিল পেদ্রি-ইয়ামালদের মাঝেও। দুইয়ে মিলিয়ে বিধ্বংসী হয়ে উঠল স্পেন। চমৎকার এক হ্যাটট্রিক উপহার দিলেন মিকেল মেরিনো। জোড়া গোলের আলো ছড়ালেন পেদ্রি। তাদের দাপুটে ফুটবলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তুরস্ক। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৬-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাদের আরেক গোলদাতা ফেররান তরেস। তিন দিন আগে বুলগেরিয়ার বিপক্ষে ছড়ি ঘুরিয়ে প্রথমার্ধেই তিন গোল করে স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দলটি কিছুটা খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ম্যাচটা ৩-০ গোলে জেতে তারা, অনায়াস জয়ের পরও যা হতাশ করে কোচ দে লা ফুয়েন্তেকে। সেদিনই তিনি বলেছিলেন, তুরস্কের বিপক্ষে আরও ভালো খেলবে তার দল। ম্যাচ শুরু হতেই অবশ্য আক্রমণ শানায় তুরস্ক, ডি-বক্সের বাইরে থেকে হাকান কালহানোগ্লুর শটটা রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। এরপরই টানা...