ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এই চুক্তির অধীনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর পর্যবেক্ষণ মেনে নেবে ও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা নির্ধারণ করবে। গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে আরাঘচি ইউরোপীয় দেশগুলোকে তাদের অবস্থান পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের উচিত মাসের শেষে জাতিসংঘের বিস্তৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা থেকে সরে আসা। আরাঘচি সতর্ক করে বলেছেন, যদি এই সুযোগ হাতছাড়া হয়, তবে এর পরিণতি অভূতপূর্বভাবে ধ্বংসাত্মক হতে পারে। আরাঘচি যুক্তি দিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলো স্থগিত না করলে ইউরোপেরই ক্ষতি হবে। কারণ, এতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রধান চালিকাশক্তি হিসেবে কেবল যুক্তরাষ্ট্রই থেকে যাবে ও ইউরোপ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় নেতারা যদি মনে করেন যে ইরানের প্রতি...