দারুণ ফর্ম ধরে রেখে আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন রিজান হোসেন। ফিফটির দেখা পেলেন রিফাত বেগও। শেষ দিকে আল ফাহাদের ক্যামিওতে পুঁজি ভালোই হলো। কিন্তু বোলিং এবার ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ইসাক মোহাম্মেদের চমৎকার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমটি ৮৭ রানে জিতেছিল তারা। ইংল্যান্ডের জয়ের নায়ক ইসাক, যিনি সাবেক ইংলিশ অলরাউন্ডার মইন আলির ভাগ্নে। ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ বলে ১০৪ রানের ইনিংস দারুণ খেলেন ১৭ বছর বয়সী এই কিশোর ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৭ ছক্কা ও ৪টি চারে ৫৩ বলে ৭৫ রান করেছিলেন তিনি। লাফবোরোয় রোববার বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ করে ২৭২ রান। ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড লক্ষ্য পায়...