ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ২০.৫ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৭২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। দুই ওপেনার জো রুট ও জ্যাকব বেথেল দুর্দান্ত সেঞ্চুরি করেন। রুট ১০০ রান করে আউট হলেও, বেথেল খেলেন ১১০ রানের অনবদ্য ইনিংস। এছাড়া জেমি স্মিথ ৬২ এবং জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। ৪১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু...