তিনি লিখেছেন, ‘আজ ছিল নির্বাচনী প্রচারণার শেষদিন, আমার কিছু কথা...। ১৮ আগস্ট ২০২৫, দিনটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হিসেবে স্মরণে থাকবে। আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছে আমার এই দুঃসাহসিক সিদ্ধান্তে। রীতিমতো হত্যার হুমকি, জায়গা জমি দখলের হুমকি, সমাজচ্যুত, চাঁদাবাজিসহ নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে, আর আমার পরিবারকে এ কয় দিনে।আমাকে যে হাসিখুশি-প্রাণবন্ত দেখেছেন এ তিনটা সপ্তাহ, আমি আদতে ভেতরে এমনটা ছিলাম না। আমি বিশ্বাস করি, প্রতিপক্ষকে ঘায়েল করতে আমার হাসিটাই যথেষ্ট। আমি যেমনই থাকি, আমার হাসিটাকে বাঁচিয়ে রাখতেই হবে।আমি যখন আমার সিনিয়র, জুনিয়র, ব্যাচমেটদের দ্বারে দ্বারে গেছি, সবাই সাহস জুগিয়েছেন, ‘ভয় নেই, আমরা তো আছি’ এ সময়ে এ কথাটা আমার কাছে কোটি টাকার চেয়ে দামি ছিল। বিশেষ করে ২৪-২৫ ব্যাচের প্রতি আমি কৃতজ্ঞ,...