৭৫ বছর বয়সে বিএ ডিগ্রি অর্জন করেছেন সাদেক আলী প্রমাণিক। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।রোববার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।সদ্য বিএ ডিগ্রি অর্জন করা সাদেক আলী নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি সম্প্রতি নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজ থেকে বিএ পাস করেছেন।বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অসুস্থ শরীর আর ভাঙা পা নিয়েও ৭৫ বছর বয়সে বিএ পাসের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়- শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, সমাজের এক উজ্জ্বল আলোকস্তম্ভ। এটি শুধু ডিগ্রি অর্জনের গল্প নয়; বরং মানুষের ইচ্ছাশক্তির জয়, বয়সকে অতিক্রম করার সুর, আজীবন শিক্ষার এক...