শারজাহর মরুভূমি সাক্ষী হলো পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজের জাদুকরী এক রাতের। নওয়াজের পাঁচ উইকেটের ঝড়ে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়েছে সালমান আঘার পাকিস্তান। সেই সাথে ৭৫ রানের দাপুটে জয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজের শিরোপাও ঘরে তুলেছে মেন ইন গ্রিনরা।রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটাররা একেবারেই দাঁড়াতেই পারেননি নওয়াজের ঘূর্ণিতে।প্রথম ওভারেই সস্তায় বিদায় নেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫), শিকার হন শাহীন শাহ আফ্রিদির। এরপর নিয়মিত বিরতিতে আসতে থাকে উইকেট। সেদিকুল্লাহ আতলকে (১৩) ফিরিয়ে দেন আবরার আহমেদ। কিন্তু আসল ধাক্কাটা দেন নওয়াজ—এক ওভারেই দুই উইকেট তুলে নেন, ফিরিয়ে দেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে।এরপর সাত নম্বর ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। সেই ওভারেই শূন্য...