তপ্ত দিনে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন প্রার্থী আর তাদের সমর্থকরা, উত্তাপ ছড়ানো সূর্যালোক থামাতে পারেনি কাউকে; এর মধ্যে কেউ লিফলেট নিয়ে হাসিমুখে চেয়েছেন ভোট, আবার কেউ ‘প্রজেকশন’ মিছিলে দ্রোহের স্লোগানে চেয়েছেন সমর্থন। ভোটাররাও সহাস্যে কুশল বিনিময় করেছেন প্রার্থীদের সঙ্গে। দিনভর শ্রেণিকক্ষ, ক্যাম্পাস আর হলের আড্ডায় ঘুরেফিরেই এসেছে ভোটের আলাপ। শিক্ষার্থীদের এমন বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রোববার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটের প্রচার। ভোটের তফসিল অনুযায়ী, ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে ডাকসু ভোটের প্রচার-প্রচারণা, যার শেষ হয় রোববার রাত ১০টায়। আনুষ্ঠানিক প্রচারের ১৩ দিনে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন, জড়িয়েছেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানা বিতর্কে। আচরণবিধি লঙ্ঘন হলে তা প্রতিকারের চেষ্টাও করে ডাকসু ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন। একে...