মেয়েকে খুঁজে পেতে রাস্তায় রাস্তায় ঘুরছেন মা রহিমা বেগম। পিরোজপুর থেকে তিনি এসেছে রাজধানী ঢাকাতেও। মেয়েকে খুঁজে পেতে সবার সাহায্য চেয়েছেন। সদরঘাটে খোঁজার পর না পেয়ে আসেন পুরান ঢাকার আদালত পাড়ায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে দেখা হলে মেয়েকে খুঁজে ফেরার কথা বলেন তিনি। রহিমা বেগম বলেন, “আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটা আজ ২৪ দিন হারিয়ে গেছে। এলাকায় খোঁজাখুঁজি করছি, পাই নাই। খুলনা, গোপালগঞ্জেও খুঁজেছি, পাইনি। লঞ্চে করে ঢাকায় চলে আসছে কি না, এজন্য ঢাকায় আসছি। কিন্তু পাচ্ছি না।” তিনি বলেন, আশুলিয়া এলকায় বড় মেয়ের বাসায় রাত কাটিয়ে রাজধানীর বিভিন্ন লঞ্চ ও বাস টার্মিনালে ছবি হাতে ঘুরছেন মেয়ের খোঁজে। পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের রহিমা বেগম ও প্রয়াত রুহুল আমিন দম্পতির চার ছেলে-মেয়ের একজন মরিয়ম। বালিপাড়া নূরানী মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্রী। তার...