শেষ হলো পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে লালচে রঙ ধারণ করেছিল চাঁদ। এ চাঁদকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন। মহাজাগতিক এ ঘটনা প্রত্যক্ষ করেছে বাংলাদেশের মানুষও। একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে, কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা গেছে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাচ্ছে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় এটি দেখা যাচ্ছে না। আইএসপিআরের...