ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও লড়াই করার মত পূঁজি গড়েছিল যুবা টিম টাইগার্স। তবে ইসাক মোহাম্মদের সেঞ্চুরিতে ৪ উইকেটে জয় পেয়েছে ইংলিশ যুবদল। তাতে সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিক দল। হ্যাসলেগ্রেভ গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। টাইগার যুবাদের ব্যাটিংয়ের সময় বৃষ্টি নেমেছিল। তাতে খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। পরে ওভার কমিয়ে ৪৭ ওভারে আনা হয়। বেধে দেয়া ওভারে ৯ উইকেটে ২৭২ রান তোলে বাংলাদেশ। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। রানতাড়ায় নেমে ইংলিশ ওপেনার ইসাক ৬টি চার ও ৯ ছক্কায় ৯৫ বলে ১০৫ রান করেন। ৩৪ বলে ৪৭ রান করেন জোসেফ মোরেস। ৩৬ বলে ৩০ রান করেন বেন মায়ার্স। এবং...