০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কেবল তারিখ ঘোষণা ছাড়া নির্বাচনের যাবতীয় আয়োজন শেষ প্রায়। ফেব্রুয়ারিতেই নয়, মধ্য ফেব্রুয়ারিতেও নয়; ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে। কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। এ রকম একটা অবস্থায়ও মাঠেঘাটে প্রশ্নের তীর, নির্বাচন আসলে হবে তো? কী জবাব হতে পারে এ প্রশ্নের? আর প্রশ্ন আসছেই বা কেন? মাঠের চিত্রেও কিছুটা ভিন্নতা চলছে, যা মানুষকে বিভ্রান্তিতে ফেলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির উচ্ছ্বাসের সাথে অন্য দলগুলোর মতিগতির মাঝে কিছুটা ব্যাতিক্রম লক্ষণীয়। জামায়াত-এনসিপিসহ কয়েকটি দল প্রতিক্রিয়ার মাঝে ‘যদি-কিন্তু-তবে’ দিয়ে কিছু বাড়তি কথা যোগ করছে। সংস্কার, বিচার, পিআর, জুলাই সনদ ইত্যাদি নিয়ে তাদের বেশ কিছু বাড়তি কথা রয়েছে। তবে নির্বাচনে যাবে না ধরনের কথা এখনো বলেনি। কিন্তু, বাড়তি এবং আকস্মিক কথা একটার...