০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রফেসর অমর্ত্য সেন বলেছেন, মানব জীবনে কেবল সক্ষমতা নয়, ন্যায়, ন্যায্যতা এবং এমন এক পৃথিবীর আকাক্সক্ষা থাকে, যেখানে আমরা বাঁচতে চাই। এগুলো আমাদের ভাবতে সাহায্য করে- মানুষের কী চাইবার যৌক্তিক কারণ আছে এবং ন্যায়বিচারপূর্ণ সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে এগুলো কীভাবে পূরণ করা যায়। বাংলাদেশি প্রতিষ্ঠান বাঙলার পাঠশালা আয়োজিত ‘ব্যক্তির জীবনকুশলতা এবং সামাজিক কল্যাণ’ শীর্ষক পাঠচক্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার জুম প্ল্যাটফর্মে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরী। অমর্ত্য সেনের কর্মের ওপর ছয় মাসব্যাপী এই পাঠচক্র অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সক্ষমতা বিষয়ক আলোচনা দুটি ভিন্ন ধরনের...