০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি কোনো প্রার্থী পেশিশক্তি দেখিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে যেতে চায়, তাহলে পুলিশ সেই প্রার্থীকে বাধা দেবেন কি না। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন।সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এমন পরিস্থিতিতে ভোট হলে পুলিশ কতটা ভূমিকা রাখবে, সেই প্রশ্ন সবার মনে। যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে, তার যদি মনে হয় যে আমি জিততে...