০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গতকাল রোববার বিকেল সোয়া ৩টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া। এর আগে দুপুর দেড়টার দিকে একতা পরিবহনের শ্রমিকরা সড়কের দুই পাশে আড়াআড়ি করে বাস দাঁড় করিয়ে রাখেন। এতে মহাখালী রেলগেইট থেকে নাবিস্কো পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা দুর্ভোগে পড়েন নগরবাসী। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ট্রাফিক পুলিশকে সহায়তা করার সময় তাদের সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, শ্রমিক নেতা, মালিক ও...