চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদের অবমাননা এবং মাদ্রাসায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জোনরেল মিয়া গোলাম পরওয়ার রোববার বিবৃতিতে বলেছেন, এ ধরনের হামলা দেশ ও সমাজে বিভেদ ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার অশুভ প্রচেষ্টা। শান্তি, সংযম ও সহনশীলতা ইসলামের শিক্ষা। উত্তেজনা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।বিবৃতিতে বলা হয়েছে, হাটহাজারী মাদ্রাসা প্রাচীন ও বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান। সেখানে সন্ত্রাসী হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং স্পষ্ট উস্কানিমূলক কর্মকাণ্ড। মসজিদ ও মাদ্রাসার মতো ধর্মীয় পবিত্র স্থানে অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো মুসলমানদের ঈমান ও আক্বিদার সাথে সম্পৃক্ত। তাই প্রত্যেকের দায়িত্ব ধর্মীয় পবিত্র স্থানসমূহকে যথাযথ সম্মান জানানো। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সররকারকে।সঙ্গীত-নৃত্য শিক্ষক নিয়োগের বিরোধিতাপৃথক বিবৃতিতে গোলাম পরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে...