কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে সরকারি কাজে বাধাদান, ভাঙচুর ও হামলার অভিযোগে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ থেকে এক হাজার জনকে আসামী করা হয়েছে। এ নিয়ে তিন মামলায় আসামী হলেন ১ হাজার ৬৫০ জন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদীবন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ইলিয়াস খান। মামলায় প্রধান আসামী করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিনকে। এছাড়া উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম (সিআইপি আতিক), জেলা আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল...